Breaking
26 Dec 2024, Thu

ফণি নিয়ে তরজা মোদী-মমতা

ঝাড়গ্রাম:- নরেন্দ্র মোদীকে আক্রমণ করে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সভা থেকে মমতার পাল্টা অভিযোগ, তাঁকে এড়িয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মমতার তোপ, রাজ্যের মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর কথায় চলেন, প্রধানমন্ত্রীর নয়। রাজ্যকে সাহায্যের বিষয় কেন মুখ্য সচিবকে জানাবেন প্রধানমন্ত্রী, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, মমতার অভিযোগ, আগের বন্যার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু একটা পয়সাও কেন্দ্র সাহায্য করেনি। মোদীকে খোঁচা দিয়ে মমতা বলেন, আগে বাংলায় বন্যার সময় কোথায় ছিলেন তিনি? মুখ্যমন্ত্রীর দাবি, ফণীতে বাংলায় যা ক্ষতি হয়েছে তা রাজ্য সরকার সামলে নিতে পারবে। মোদী সাহায্যের নাম করে ছবি তুলে নাটক করবেন বলে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে নিশানা করে মমতার পাল্টা কটাক্ষ, ওনার এক্সপেয়ারি ডেট পেরিয়ে গেছে। ওনার কাছ থেকে টাকা নেব কেন?

Developed by