Breaking
26 Dec 2024, Thu

তৃণমূল-বিজেপির সভা ঘিরে উত্তপ্ত ঝাড়গ্রাম, মারধর, ভাঙচুর, জ্বলল আগুন

ঝাড়গ্রাম:- সোমবার একদিকে যেমন রাজ্যে পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে অশান্তির খবর মিলছে, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ঝাড়গ্রামে। প্রধানমন্ত্রীর সভার মধ্যেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনাউত্তপ্ত হয়ে ওঠে জামবনির বড়শোল। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের বাস ভাঙচুরের অভিযোগ। পাল্টা তৃণমূল সমর্থকদের দোকানে হামলা ও তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যার জেরে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী।

Developed by