Breaking
26 Dec 2024, Thu

তৃণমূল ভালো হোক, খারাপ হোক দু’টো চড় মারুন। আপনার পায়ের তলায় পড়ে থাকবে,পালিয়ে যাবে না: মমতা

রবিবার বেলপাহাড়িতে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর সমর্থনে নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,তৃণমূল ভালো হোক, খারাপ হোক দু’টো চড় মারুন। আপনার পায়ের তলায় পড়ে থাকবে। কিন্তু মনে রাখবেন পালিয়ে যাবে না। দাঙ্গা লাগাবে না। এই বাংলা দিল্লীকে পথ দেখাবে। গত পাঁচ বছরে নরেন্দ্র মোদী কি করেছেন? বিজেপি পেট্রোল, ডিজেলের, রান্নার গ্যাসের দাম অগ্নিমূল্য করেছেন, নোটবাতিল করেছেন যার ফলে মানুষের ভোগান্তি হয়েছে এবং বহু মানুষ নোট বদলের লাইনে দাঁড়িয়ে মারা গেছেন। বিজেপি মানুষে মানুষে বিদ্বেষ ছড়াচ্ছে। মিথ্যে কথা, কুৎসা করে মানুষে মানুষে দাঙ্গা লাগাচ্ছে। বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে মানুষকে এবং মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে।

Developed by