Breaking
25 Dec 2024, Wed

সকাল হতেই সূর্যি মামার দেখা, তাহলে কি ফেনি গেল ?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সকাল হতেই সূর্যি মামার দেখা, তাহলে কি ফেনি গেল ? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে গোপীবল্লভপুরবাসীর মধ্য। গতকাল আজ ব্লকের চুনঘাঁটিতে অনেক গুলো ঘরবাড়ির চাল উড়ে গিয়েছিল। অসহায় হয়ে পড়েছিল মানুষজন। সরকারি উদ্যোগে তাঁদের সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শনিবার সকাল হতেই ঝড় বৃষ্টির আর দেখা নেই। মুখ দেখা গেল সূর্যি মামার। তাহলে কি ফেনি পালিয়ে গেল ? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বাসিন্দাদের মুখে মুখে।

তথ্য ও ছবি : আকাশ শীট।

Developed by