Breaking
25 Dec 2024, Wed

বৈশাখ মাসে আইলা ঝড়, উড়ায় নিল চালের খড়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ফেনি ঝড়ের আতঙ্কে সাধারণ মানুষজন। চলছে রাত জাগার পালা। মাটি,আজবেস্টসের ঘর ছেড়ে পাকা বাড়িতে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সরকারি উদ্যোগে জেলায় এখনও পর্যন্ত ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে।।সেখানে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষজনকে। লোকের এখন মুখে মুখে ঝুমুর সুরে দুঃখ করে বলছেন,’বৈশাখ মাসে আইলা ঝড়, উড়ায় নিল চালের খড়।’

Developed by