Breaking
1 Nov 2024, Fri

ক্লাস সাসপেন্ড নয়, পুরোপুরি ভাবে স্কুল বন্ধের নির্দেশ দিল শিক্ষা দপ্তর।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ছুটি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে শুক্রবার ফের বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর। গত বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ঘূর্নিঝড় ফনী ও গরমের জন্য আগামী ৩ থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ক্লাস বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের ছুটি থাকবে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়। বিতর্কের অবসান ঘটাতে শুক্রবারই রাজ্যের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘ফনী’র দাপটের জন্য ৩ ও ৪ মে স্কুল বন্ধ থাকবে। তীব্র দাবদাহের জন্য ৬ মে থেকে সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে। আবার ২০ মে থেকে ৫ জুন পর্যন্ত পূর্ব ঘোষিত গ্রীষ্মবকাশ মেনেই ছুটি থাকবে। তারপর আবার ৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তীব্র দাবদাহের জন্য ছুটি থাকবে। যারফলে সমস্ত বিতর্ক ও বিভ্রান্তি কাটিয়ে ৩০ জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে।

Developed by