Breaking
24 Dec 2024, Tue

ঘূর্নিঝড় ‘ফনী’র দাপটে পিছিয়ে গেল ভোটের ট্রেনিং।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ঘূর্নিঝড় ফনীর দাপটে পিছিয়ে গেল পোলিং অফিসার ও মাইক্রো অবজারভারদের ট্রেনিং। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার পোলিং অফিসারদের তৃতীয় দফার ট্রেনিং ছিল ৪ মে ও ৫ মে। পোলিং অফিসারদের ভোটের ট্রেনিং ৪ মের বদলে ৭ মে হবে। ৫ মে যেসব পোলিং অফিসারদের ট্রেনিং ছিল তাঁদের ৮ মে ট্রেনিং হবে। তবে সময় ও তারিখ অপরিবর্তিত থাকছে। আবার ২৩৬ জন মাইক্রো অবজারভারদের ট্রেনিং ছিল ৭ মে। মাইক্রো অবজারভারদের ট্রেনিং পিছিয়ে ৯ মে করা হয়েছে বলে জেলা নিবার্চন আধিকারিক তথা জেলাশাসক আয়েষা রানি এ জানিয়েছেন।

Developed by