Breaking
24 Dec 2024, Tue

ফেনির আতঙ্কে স্কুলের হোস্টেলে আশ্রয় বাসিন্দাদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ফেনির আতঙ্ক ঝাড়গ্রাম শহরের শক্তিনগর এলাকায়। কাঁচা মাটির বাড়ির লোকেরা একে একে গিয়ে আশ্রয় নিয়েছেন ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়ের হোস্টেলে। ফেনির হাত থেকে বাঁচতে তারা সারা রাত সেখানেই থাকার পরিকল্পনা নিয়েছেন। তাই ওই সব মানুষজনদের জন্য স্থানীয় ক্লাবের সদস্যরা নিজস্ব তহবিল থেকে রান্নার ব্যবস্থা করেছেন। রাত্রে খিচুড়ি ও তরকারি খাওয়ানো হবে। এছাড়াও বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে। রাত্রিযাপনের জন্য কম্বলের ব্যবস্থাও করা হচ্ছে।

Developed by