Breaking
1 Nov 2024, Fri

ফণী ও গরমের দাপটে ৩ মে থেকে রাজ্যের সমস্ত স্কুলগুলির ক্লাস বন্ধ থাকছে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঘূর্নিঝড় ফনী ও গরমের জন্য আগামী ৩ থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ক্লাস বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের ছুটি থাকবে কিনা তা নিয়ে শিক্ষক মহলে প্রশ্ন উঠেছে? কারণ, বিগত বছর গুলিতে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যেতে হয়েছে। স্বভাবতই পড়ুয়ারা স্কুলে না আসলে স্কুলে গিয়ে কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক মহল? কারণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর ভর্তি প্রক্রিয়া থাকে। কিন্তু প্রাথমিক স্কুলগুলিতে সে ব্যাপার নেই। আবার অনেক শিক্ষক-শিক্ষিকা প্রশ্ন তুলেছেন, ৩০ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকলে সিলেবাস কি করে শেষ করা যাবে।

Developed by