Breaking
24 Dec 2024, Tue

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেণী সর্তকতা পশ্চিম মেদিনীপুর জেলায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেণী ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেণীসেই কারণেই চূড়ান্ত সর্তকতা| পশ্চিম মেদিনীপুর জেলায় দশটি ব্লকে ক্ষতির আশঙ্কা ইতিমধ্যে নবান্নের নির্দেশে জেলা প্রশাসনের তরফ থেকে নারায়ণগড় এ মোতায়েন করা হয়েছে 30 সদস্যের এনডিআরএফ দল | এর পাশাপাশি সিভিল ডিফেন্সের টিমকে খড়গপুর ও মোহনপুর দুই জায়গায় রাখা হয়েছে| বৃহস্পতিবার নবান্নের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলাশাসক পি মোহন গান্ধি | এর আগে বুধবার সমস্ত দপ্তরের আধিকারিক এর সঙ্গে বৈঠক করেন জেলা শাসক| ফেণীর দাপটে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা ইতিমধ্যে জেলা আধিকারিক দের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন জেলাশাসক| মজুদ করা হয়েছে ত্রাণ সামগ্রী |কাঁচা বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় সেই সমস্ত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ক্যাম্পে | বিভিন্ন গ্রামে চাষিরা ক্ষতির আশঙ্কায় মাঠ থেকে কাঁচা ফল কেটে নিয়ে যাচ্ছে|

Developed by