Breaking
24 Dec 2024, Tue

বিরবাহার  সমর্থনে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মিছিল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বীরবাহা সরেন টুডুর সমর্থনে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মিছিলে পা মেলালেন অশোক রুদ্র, ঝাড়গ্রাম জেলার কোরকমিটির চেয়ারম্যান ডা: সুকুমার হাঁসদা, কর্মাধক্ষ্য উজ্জল দত্ত ও শুভ্রা মাহাত সহ অন্যান্ন তৃণমূলের নেতৃবিন্দ.. মিছিলটি শুরু হয় হিন্দুমিশন মাঠ থেকে, শেষ হয় পাঁচমাথা মোড়ে|

Developed by