Breaking
23 Dec 2024, Mon

বিজেপি হোর্স পাইপের মতো অর্থ ব্যয় করছে’ : পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার বিকেলে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,’বিজেপি হোর্স পাইপের মতো অর্থ ব্যয় করছে বিজেপি। এটা একটা চ্যালেঞ্জ। অর্থ দিয়ে সব কিছু হয় না। অর্থই অনর্থের মূল কারণ। এটা বিজেপি ২৩ মের পর বুঝতে পারবে। বামফ্রন্টের শূন্যতায় পদ্মের আগমন হয়েছে। কিন্তু এখানে জল নেই, কলসী শুকিয়ে যাবে।’

Developed by