Breaking
23 Dec 2024, Mon

লালগড়ে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সভায় ‘লোক না হওয়ায় কটাক্ষ’ করলেন পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার লালগড়ের সবুজ সংঘে মাঠে সভা ছিল বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। নির্ধারিত সময় থেকে প্রায় আড়াই ঘন্টা দেরিতে সভা শুরু করলেও তেমন লোক জমায়েত করতে পারেনি বিজেপি। সভায় ভিড় না হওয়ার ব্যাপারে পার্থ বলেন, ‘এখানে বিজেপির তো ভিড় নেই। আর ভোট দেওয়ারও লোক নেই। আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যত বেশি পৌঁছাব, তত বেশি মানুষের আস্থা বড়বে। পঞ্চায়েত স্থানীয় নির্বাচন। পঞ্চায়েতের সঙ্গে লোকসভার তুলনা করলে সঠিক হবে না।’

Developed by