Breaking
23 Dec 2024, Mon

নরেন্দ্র মোদি প্লেনে লোকে এনেও ঝাড়গ্রামে কিছু করতে পারবে না : পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আগামী ৫ মে ঝাড়গ্রামে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন,’নরেন্দ্র মোদির সঙ্গে একঝাঁক প্লেনে লোক আসলেও তাতেও কিছু করার নেই। আমরা চৌকিদার, চা-ওায়ালা সবার সাথেই মোকাবিলা হচ্ছে। সেটার ভিত্তি হচ্ছে মানুষের আস্থা, ভালোবাসা। সমাজকে দ্বিখন্ডিত করে নয়, সবাইকে নিয়ে। ২৩ মে এর পর সবকিছু বোঝা যাবে।’

Developed by