Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম শহরে হাতি তাড়াতে এল বন দপ্তরের ঐরাবত গাড়ি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার রাতে ঝাড়গ্রাম শহরে ঢুকল হাতির দল। আতঙ্কে শহরবাসী। শহরে হাতি তাড়াতে এল বন দপ্তরের ঐরাবত গাড়ি। এদিন রাত পৌনে দশটা নাগাদ জামদা সার্কাস মাঠের পিছনে ইকো-পার্কের সামনে গাড়িটি আসে। ওই দলে আটটি হাতি রয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ঘটনাস্থলে এসে পৌঁছে বন দপ্তরের ঐরাবত গাড়ি।

Developed by