Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম শহরে ঢুকল হাতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার রাতে ঝাড়গ্রাম শহরে ঢুকল হাতির দল। আতঙ্কে শহরবাসী। এদিন রাত ন’টা নাগাদ জামদা সার্কাস মাঠের পিছনে আটটি হাতির দল জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ঘটনাস্থলে এসে পৌঁছে বন দপ্তরের অফিসার ও কর্মীরা।

Developed by