Breaking
23 Dec 2024, Mon

সরকারি জলসত্রে ভিড় সাধারণ মানুষের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তীব্র দাবদাহে অতিষ্ঠ গ্রামবাসী। গরমে সানগ্লাশ, টুপি, ফুল সার্ট, স্কার্প ও জলের বোতল নিয়ে বের হলেও মাঝ রাস্তায় পানীয় জল শেষ হয়ে যাচ্ছে। পথ চলতি মানুষজনের পানীয় জলের তেষ্টা মেটাতে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশে প্রতি ব্লকে ব্লকে গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে খোলা হয়েছে জলসত্র। হাটে-বাজারে বের হওয়া মানুষজন সেখান থেকে পানীয় জল নিয়ে নিজের তেষ্টা মেটাচ্ছেন। গোপীবল্লভপুর ২নং ব্লকের তপশিয়া বাজারে খোলা হয়েছে জলসত্রটি।

তথ্য ও ছবি : তৃন্ময় বেরা

Developed by