Breaking
23 Dec 2024, Mon

আড়াই ঘন্টার মধ্যে ভোলবদল,৫ মে ঝাড়গ্রামে আসছেন প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানালো বিজেপির মিডিয়া সেল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার দুপুর ১২ টা নাগাদ বিজেপির মিডিয়া সেল এক মেসেজ বার্তায় জানায়, মোদির সভা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ তারিখের বদলে আগামী ৯ তারিখ মোদি ওই সভা করবেন ঝাড়গ্রাম শহরে। সেই সঙ্গে জানানো হয় ৯ তারিখ বিকেল পৌনে তিনটা নাগাদ মোদি হেলিকপ্টারে করে ঝাড়গ্রামে এসে পৌঁছাবেন। তার আড়াই ঘণ্টা পর ফের আরেকটি মেসেজ বার্তা দেওয়া হয়। সেখানে জানানো হয়,মোদির সভার দিন অপরিবর্তিত থাকছে। আগামী ৫ তারিখই ঝাড়গ্রাম শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করবেন।

Developed by