Breaking
23 Dec 2024, Mon

অনুব্রত মণ্ডল কে শুধু নজরবন্দি নয় ঝাড়খন্ডে পাঠিয়ে দিতে হবে তবেই শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে বীরভূমে : দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- অনুব্রত মণ্ডল কে শুধু নজরবন্দি নয় ঝাড়খন্ডে পাঠিয়ে দিতে হবে তবেই শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে বীরভূমে, দাবি বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের। প্রসঙ্গত শনিবারই ভোট কর্মীদের সংগঠনের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি করা হয় যেন নজরবন্দি করা হয় অনুব্রত মণ্ডল কে। এবার ভোট কর্মীদের পাশে দাড়িয়েই দিলীপ ঘোষের দাবি, মমতা ব্যানার্জি প্রকাশ্যে নির্দেশ দিয়েছে ধমকে ভোট করানোর সেক্ষেত্রে সাধারণ মানুষ শান্তিপূর্ণ নির্বাচনের আশা করবেন কিভাবে! দিলীপ ঘোষ এর মত শুধু ভোট কর্মী নয় কয়েক দিন পরে পুলিশও একই দাবি করবে কারণ পুলিশের উপরেও সমান অত্যাচার করেছে অনুব্রত মণ্ডল। সাত সকালেই রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়েছেন দিলীপ ঘোষ। রেল শহরে বিভিন্ন ওয়ার্ডে প্রাতঃভ্রমণে সাথেই সাথেই সারছেন ভোট প্রচার। রবিবারের প্রচারে কর্মীদের উচ্ছাস চোখে পড়ার মতো।

Developed by