Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম শহর থেকে তিন কিশোর উধাও, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহর থেকে তিন কিশোর উধাও এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তিন স্কুল পড়ুয়া বন্ধুর নাম যজ্ঞেশ্বর সিং(১৫), শিবা ঘোষ(১৫) এবং সুরজিৎ সিং(১৫)। শিবার বাড়ি শহরের বাছুরডোবায় এবং বাকি দু’জনের বাড়ি শহরের শক্তিনগর নগরে। এরা তিনজনেই ঝাড়গ্রাম ননীবালা বয়েজে স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। এই তিন বন্ধুর সঙ্গে আরো পাঁচজন মিলে মোট ৮ জন বন্ধু জোড়াখালিতে পিকনিক করতে গিয়েছিল। পিকনিক করে বিকেলে বাড়িও ফিরে এসেছিল। তারপর সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। শুক্রবার রাত থেকেই আত্মীয় বাড়ি সহ চারিদিকে ফোন করে খোঁজ খবর করেও তিনজনের কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার রাতেই ঝাড়গ্রাম থানা ও জিআরপি থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Developed by