Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম লোকসভায় ভোটের লড়াই ন’মুখী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ছিল ঝাড়গ্রাম লোকসভা আসনের মনোনয়ন পত্রের প্রত্যাহারের শেষ দিন। ওই দিন একজন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বাকি ৯ জনের মনোনয়ন পত্র ঝাড়গ্রাম লোকসভায় বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যাঁদের মনোনয়ন পত্র ঝাড়গ্রাম লোকসভায় বৈধ হিসেবে স্থান পেয়েছে, তাঁরা হলেন, তৃণমূলের বীরবাহা সরেন টুডু, সিপিএমের দেবলীনা হেমব্রম, বিজেপির কুনার হেমব্রম, কংগ্রেসের যগেশ্বর হেমব্রম, বহুজন সমাজ পার্টির অশোককুমার মুর্মু, ঝাড়খন্ড পার্টির বীরবাহা হাঁসদা, এসইউসিআইয়ের সুশীল মান্ডি, অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টির মহেশ্বর হেমব্রম, নির্দল প্রার্থী নরেন্দ্রনাথ হেমব্রম। অর্থাৎ এবারে ঝাড়গ্রাম লোকসভার নির্বাচন হচ্ছে ন’মুখী।

Developed by