Breaking
24 Dec 2024, Tue

বাজারে এল নতুন ২০ টাকার নোট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- এবার বাজারে এল নতুন ২০ টাকার নোট। প্রকাশিত হল সেই নতুন নোটের প্রথম ছবি। এতদিন ২০ টাকার নোট ছিল লাল রঙের। ৫০০, ১০০, ২০০ টাকার নোট বদলে নতুন চেহারার নোট বাজারেও এলেও ১০ ও ২০ টাকার নোটে কোনও পরিবর্তন হয়নি।

এবার আসছে সবুজাভ হলুদ রঙের ২০ টাকার নোট। এটিও মহাত্মা গান্ধী সিরিজেরই নোট। নোটের পিছনের দিকে রয়েছে ইলোরা গুহার ছবি। যা দেশের সংস্কৃতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

শনিবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে নোটের মূল রঙ সবুজাভ হলুদ হলেও এই রঙের সঙ্গে মিলিয়ে আরও নানা ধরনের জ্যামিতিক প্যাটার্ন থাকবে নোটের সামনের ও পিছনের দিকে।

Developed by