Breaking
24 Dec 2024, Tue

গরমের দেদার বিকোচ্ছে ডাব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রচন্ড গরম। তাপমাত্রা পৌচ্ছে শনিবার ৪২ ডিগ্রিতে। শরীরে প্রচন্ড ঘামের জেরে সোডিয়াম-পটাসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে মানুষজনের। আর সেই ঘাটতির হাত থেকে রেহাই পেতে শহরের বিভিন্ন জায়গায় চলছে ডাব বিক্রেতাদের ভিড়। ঝাড়গ্রাম শহরের মেনরোডের উপর বিভিন্ন গাছের ছায়াতে বসে বিক্রি করছেন ডাব। দামও ২০ টাকা থেকে শুরু। ডাবের আয়তনের উপর নির্ভর করছে ডাবের দাম। চিকিৎসকরাও ঠান্ডা পানীয়ের থেকে ডাবকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই গরমে।

Developed by