Breaking
24 Dec 2024, Tue

খড়গপুরে পদযাত্রা করল তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডু পদযাত্রা করেন জামবনি ব্লকের খড়গপুর,মুরাকাঠি, আরশি, শিরশি গ্রামে। তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর সঙ্গে ছিলেন জামবনির ব্লক সভাপতি নিশীথ মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবনাথ হাঁসদা প্রমুখ।

Developed by