Breaking
25 Dec 2024, Wed

মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে এবং রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালের কর্মীদের উদ্যোগে ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে মোট ১২৯ জন রক্ত দিয়েছেন। তাঁদের মধ্যে ৮ জন হাসপাতালের চিকিৎসক, ৪২ জন ট্রেনি নার্স, ৫জন রোগীর আত্মীয় সহ হাসপাতালে কর্তব্যরত নার্স ও কর্মীরা। ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর গরম পড়লেই এমনিতেই রক্তের সংকট দেখা দেয়। তার উপরে ভোটের মরসুমে রক্তদান শিবিরের আয়োজন সেভাবে হচ্ছে না। রক্তের সংকট ঘোচাতে তাই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা এগিয়ে এসে রক্ত দিলেন। এদিন রক্তদান শিবিরের সূচনাতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনীকুমার মাঝি, ঝাড়গাম জেলা হাসপাতালের সুপার মলয় আদক। ঝাড়গাম জেলা হাসপাতালের সুপার মলয় আদক রক্তদানকারী ব্যক্তিদের হাতে শংসাপত্রের পাশাপাশি একটি করে গোলাপ ফুল তুলে দেন।

Developed by