Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম জেলা আদালতের আইনজীবী ও মহুরীরা যৌথভাবে শহরে প্রতিবাদ মিছিল ও কর্মবিরতি পালন করল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার হাওড়া আদালত চত্বরে আইনজীবীদের উপর মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা আদালতের আইনজীবী ও মহুরীরা যৌথভাবে শহরে প্রতিবাদ মিছিল ও কর্মবিরতি পালন করল। এদিন আইনজীবীদের প্রতিবাদ মিছিল আদালত চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের শিবমন্দির মোড় দিয়ে পাঁচমাথা হয়ে সুভাষ চকে এসে শেষ হয়। তারপর কর্মবিরতি পালন করে আইনজীবী ও মহুরীরা।

Developed by