Breaking
25 Dec 2024, Wed

সাইকেল প্রচারে মজেছে তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা নির্বাচনে অভিনব প্রচার তৃণমূলের। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে এখন প্রতিদিন জোর কদমে চলছে সাইকেলে ঘাসফুলের প্রচার। মমতার সৌজন্যে সবুজসাথীর সাইকেল এখন প্রতি লোকের ঘরে ঘরে। আর সেই সাইকেল নিয়ে প্রচারে বেরিয়ে পড়ছেন আট থেকে আশি সকলে। গ্রামের রাস্তায় গাড়ির থেকে সাইকেল প্রচারে বেশি বাড়ে জনসংযোগ। তাই সাইকেল প্রচারে এখন প্রতিদিন নিয়ম করে ৪-৫ কিমি সাইকেলে প্রচার চালাচ্ছেন তৃণমূলের নয়াগ্রাম ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত। বৃহস্পতিবারও নয়াগ্রামের কুড়মিপাথরা থেকে ঘোড়াতোড়িয়া পর্যন্ত তৃণমূল প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে সাইকেল মিছিল করেন ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত এবং তারাকান্ত ঘোষ, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক দীপঙ্কর ঘোষ সহ এলাকার প্রায় ৪০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী।

Developed by