Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম লোকসভায় বৈধ মনোনয়ন জমা পড়েছে ১০টি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ছিল ঝাড়গ্রাম লোকসভা আসনের মনোনয়ন পত্রের স্কুটনির দিন। ওই দিন মোট তিনটি মনোনয়ন পত্র বাতিল হয়েছে। বাকি ১০ জনের মনোনয়ন পত্র ঝাড়গ্রাম লোকসভায় বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যাঁদের মনোনয়ন পত্র ঝাড়গ্রাম লোকসভায় বৈধ হিসেবে স্থান পেয়েছে, তাঁরা হলেন, তৃণমূলের বীরবাহা সরেন টুডু, সিপিএমের দেবলীনা হেমব্রম, বিজেপির কুনার হেমব্রম, কংগ্রেসের যগেশ্বর হেমব্রম, বহুজন সমাজ পার্টির অশোককুমার মুর্মু, ঝাড়খন্ড পার্টির বীরবাহা হাঁসদা, এসইউসিআইয়ের সুশীল মান্ডি, অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টির মহেশ্বর হেমব্রম, নির্দল প্রার্থী দুজন-নরেন্দ্রনাথ হেমব্রম, মহেন্দ্র হেমব্রম।

Developed by