Breaking
25 Dec 2024, Wed

নোডাল অফিসারের খোঁজ মেলার পরই অজয় নায়েকের কাছে পৌঁছল রিপোর্ট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দীর্ঘ সাত দিন পর অবশেষে সিআইডি উদ্ধার করল নদিয়ার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়কে। হাওড়া স্টেশন থেকে উদ্ধার করে সিআইডি। তবে নিঁখোজ হয়ে যাওয়ার পর হাওড়া স্টেশনে অর্ণব কী করছিলেন, তিনি কোথায় ছিলেন, কখনই বা হাওড়া স্টেশনে পৌঁছলেন তা এখনও জানা যায়নি। সূত্রের খবর তাঁর মোবাইল টাওয়ার লোকেট করেই নিজের শ্বশুরবাড়ি থেকে খোঁজ মিলল অর্ণব রায়ের। তাঁকে উদ্ধার করে হাওড়ার শিবপুরে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে নিজের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হওয়া উঠছে নানা প্রশ্ন। তবে কি আত্মগোপন করেছিলেন তিনি? নিখোঁজ হওয়ার পর সিআইডি তদন্তের দাবি জানিয়ে ছিল তাঁর স্ত্রীর। আর এখানেই উঠছে প্রশ্ন! বাপেরবাড়িতে থাকা সত্ত্বেও, কেন অর্ণব রায়ের স্ত্রী কিছু জানতে পারলেন না? বিষয়টি নিয়ে নদিয়া পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে অর্ণব রায়কেও।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর থেকে আর কোনও খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের।নির্বাচনে ডিউটি পড়ায় রোজকারের মতো বৃহস্পতিবার সকালেও বীপ্রদাস পালচৌধুরী পলিটেকনিক কলেজে নির্বাচনের কাজে যান অর্ণব রায়। এদিন দুপুরে খাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি। তিনি যে গাড়িটি ব্যবহার করতেন সেটিও রয়েছে। গাড়ির চালকের কাছে অর্ণবের কোনও খবর ছিল না।

Developed by