Breaking
25 Dec 2024, Wed

বিষ বিষই, সে তৃণমূল বা বিজেপি ব্র্যান্ডের হোক : বৃন্দা কারাট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বেলপাহাড়িতে এসে এমনই কথা বললেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। তিনি বলেন,’যারা প্রচার করছে তৃণমূলের বদল বিজেপি বা বিজেপির বদল তৃণমূল। আমি তাঁদেরকে প্রশ্ন করতে চাই বিষের কোন চয়েস হয় না। সে বিজেপি ব্রান্ডের বিষ হোক বা তৃণমূল ব্রান্ডের বিষ হোক। এই দুটো দল আদিবাসীদের জীবিকা- ভাষা-ঐতিহ্য-সংস্কৃতিকে বাঁচাতে পারবে না। এখানের আদিবাসী হোস্টেলে গিয়ে দেখেছি যে, জল, আলো নেই। খাবার ভালো নেই। কোন স্কলারশিপ যেমন মোদি দিল্লিতে বন্ধ করে দিয়েছে, তেমনি এখানেও তৃণমূল সে রকম করছে। সে জন্য আদিবাসী মানুষের একটা রাগ আছে। কিন্তু এরা দুজনে দেখাতে চাইছে যে আমরাই আছি এখানে। ২০১০ সালের পর লাল ঝান্ডার মিছিল আমরা করতে পারছি এই ব্লকে। এখানে সেই সময়ে ৬৪ জন কমরেডদের হত্যা করেছে সব দলগুলো একসঙ্গে মিলে। তা সত্ত্বেও আমাদের কর্মীরা উঠে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষজন আমাদের পাশে দাঁড়িয়েছে।’

Developed by