Breaking
25 Dec 2024, Wed

নয়াগ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো মন্ত্রী সৌমেন মহাপাত্রর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মঙ্গলবার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা অঞ্চলের গোখুরপাল গ্রাম থেকে হুড খোলা জিপি তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করেন মন্ত্রীসৌমেন মহাপাত্র। প্রায় ৩০ কিমি রোড শো করেন মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা ও ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত। কেশররেখা অঞ্চলের ডুমুরিয়াতে রোড শোতে প্রার্থী যোগ দেন। রোড শোতে ঝুমুর গান, আদিবাসীদের গানের টিম রয়েছে। পরে প্রার্থী বীরবাহা আরও ৩০ কিমি রোড শো করেন। নয়াগ্রামের চাঁদাবিলা, বড় নিগুই, চন্দ্ররেখা, আড়রা, বালিগেড়িয়া, বেড়াজাল, খড়িকামাথানী সাতটি অঞ্চলের একাধিক গ্রামে রোড শো হয়। কোন জায়াগায় প্রার্থীকে আদিবাসী প্রথায় বরন করে নেয়। আবার কোথাও প্রার্থী আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ করেন।

Developed by