Breaking
26 Dec 2024, Thu

রুগী মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে

পশ্চিম মেদিনীপুর :- রুগী মৃত্যু কে ঘিরে উত্তেজনা ছড়ালো শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শালবনী হাসপাতাল চত্ত্বরে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে শালবনীর চকতারিণীর বাসিন্দা সেক সিরাজ মুস্তাফা শ্বাসকষ্ট জনিত সমস্যার কারনে সকালে ভর্তি হন। ভর্তি করার পরই চিকিৎসক শ্বাসকষ্ট হিচ্ছে দেখে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই রুগী মারা যায়। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে মৃতের পরিবারের লোকেরা। তাদের বক্তব্য চিকিৎসক ঠিক মতো না দেখেই চিকিৎসা করার ফলেই রুগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন।

Developed by