Breaking
26 Dec 2024, Thu

বিজেপির হয়ে ফের মনোনয়ন পত্র জমা দিলেন মুরারি মোহন বাস্কে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার বিজেপির হয়ে ফের মনোনয়ন পত্র জমা দিলেন মুরারি মোহন বাস্কে। এনিয়ে ঝাড়গ্রাম লোকসভায় বিজেপির হয়ে দুজন প্রার্থী মনোনয়ন জমা দিলেন। যা নিয়ে ফের দলের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তাহলে বিজেপির আসল প্রার্থী কে ? আগামী ২৬ এপ্রিল সেই উত্তর জানা যাবে। চারদিন অপেক্ষা করতে হবে তারজন্য।

Developed by