Breaking
26 Dec 2024, Thu

বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের সমর্থনে পদযাত্রা করল বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের সমর্থনে পদযাত্রা করল বিজেপির রগড়া ২ নম্বর অঞ্চল কমিটি।পদযাত্রায় উপস্থিত ছিলেন রগড়া ২ নম্বর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য রামচন্দ্র গিরি এবং অঞ্চলের নেতৃবৃন্দ। এছাড়াও সাঁকরাইল থানার কাঠুয়াপাল ও বাগনসাই বুথে বিজেপির পথযাত্রা হয়।

ছবি ও তথ্য : দেবব্রত বাগ

Developed by