Breaking
26 Dec 2024, Thu

‘শহীদ’ পরিবার গুলিতে দিনভর প্রচার চালালেন সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার সকাল থেকে সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম চষে বেড়ালেন একদা মাওবাদী অধ্যুষিত এলাকা গুলিতে। ঝাড়গ্রাম ব্লকের আউলগেড়িয়া,ঘৃতঘাম,
জারুলিয়া মত গ্রাম গুলি ছিল মাও অধ্যুষিত। এই সমস্ত এলাকায় অনেক সিপিএম নেতা-কর্মীরা মাওবাদীদের হাতে খুন হয়েছেন। সেই সব ‘শহীদ’ পরিবার গুলিতে এদিন দিনভর প্রচার চালালেন সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম। ‘শহীদ’ পরিবারের সাথে দেখা করে কথা বলেন দেবলীনা হেমব্রম।

Developed by