Breaking
26 Dec 2024, Thu

নিজভূমে প্রচারে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবাসরীয় প্রচার করল নিজভূমে। জামবনীর ছোটবনসরা গ্রামে জন্মগ্ৰহণ করেছিলেন তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন। গ্রামের মেয়ে প্রচারে আসায় খুশি এলাকার বাসিন্দারা। এ যেন ঠিক ঘরের মেয়ের ঘরে ফেরা। বাড়ির মেয়ে ঘরে আসতেই তাঁকে ফুল ও মালা দিয়ে সংবর্ধনা জানায় গ্রামবাসীরা। তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন প্রচার করেন বাড়ি বাড়ি গিয়ে। সঙ্গে ছিলেন নির্বাচনী এজেন্ট প্রসূন ষড়ঙ্গি।

Developed by