ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রভাতীর সুর বাজবে। কিন্তু তাঁর গলায় আর বাজবে না। তাঁর সুরের মধ্য দিয়ে আমরা তাঁকে হৃদয়ে রাখব। তিনি হলেন বাংলা প্রভাতী সঙ্গীতের প্রাণপুরুষ অমর পাল। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৮। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেল ৫.৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যগ করেন প্রবাদপ্রতিম শিল্পী। বহুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। মস্তিস্কে রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয় এই শিল্পীর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সুরের জগতে।