Breaking
26 Dec 2024, Thu

তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করলেন বুদ্ধিজীবীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার সকালে ঝাড়গ্রাম লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করলেন বুদ্ধিজীবীরা। এলাকার শান্তি ও উন্নয়নের ধারাকে অক্ষুন্ন রাখার আহবান জানিয়েছেন তাঁরা। শহরের কলেজ মোড় থেকে ওই পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় সামিল হয়েছিলেন শিক্ষাব্রতী সুখেন্দু করণ, মণিকাঞ্চন পাত্র, শুভজিৎ জানা, মুকুল দাস, শৈবাল পাত্র প্রমুখ। পদযাত্রায় জেলার প্রায় কয়েকশো বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা সামিল হয়েছিলেন। পদযাত্রা শেষে পাঁচমাথার মোড়ে পথ সভায় বক্তব্য রেখে শিক্ষক শুভজিৎ জানা বলেন, ‘‘জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী বিরবাহা সরেন টুডুকে বিপুল ভোটে জেতাতে হবে।জঙ্গলমহলের কন্যাশ্রীদের পাশাপাশি ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ সহ অভূতপূর্ব উন্নয়নযজ্ঞ চলছে। এই ধারাকে বজায় রাখতে আমাদের সকলকে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে।’

Developed by