Breaking
26 Dec 2024, Thu

তৃণমূলে সাংগঠনিক দায়িত্ব পেল মহাশিস মাহাতো

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের মুখে সংগঠনে ফের ঝাঁকুনি দিল তৃণমূল। বৃহস্পতিবার ঝাড়গ্রামের একটি গেস্ট হাউসে জেলার কোর কমিটির বৈঠক করেন তৃণমূলের মহাসচিব তথা ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। ওই বৈঠকেই মহাশিস মাহাতোকে ঝাড়গ্রাম ব্লকের অর্ধেক দায়িত্ব দেওয়া হয়। গত ২ মার্চ ঝাড়গ্রামের গড় শালবনির তৃণমূলের সভায় খোদ পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে যোগ দেন দলে। মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহাশিস তৃণমূলে যোগ দিলেও কোন দায়িত্ব দেওয়া হয়নি। কিছুদিন আগে মহাশিসকে দলের কাজে লাগানোর জন্য খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জেলা কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদাকে। তারপরই এদিন পার্থ চট্টোপাধ্যায় দলের বৈঠকে সুকুমারকে নির্দেশ দেন ঝাড়গ্রাম ব্লকের দায়িত্ব দেওয়ার জন্য। যদিও পঞ্চায়েত ভোটের পর ঝাড়গ্রাম ব্লকের তৃণমূলের সভাপতি অনিল মণ্ডলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সুকুমার হাঁসদা ঘনিষ্ঠ রবীন্দ্রনাথ মাহাতোকে। কিন্তু তাতেও দলের ‘ক্ষয়’ রোধ করতে পারেনি। এমনকি কোন গ্রাম পঞ্চায়েতকে নিজেদের দখলে আনতে পারেনি। তাই এবার সংগঠনকে ঝাঁকুনি দিতে মহাশিস মাহাতো ৬টি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, মানিকপাড়া, সরডিহা, চুবকা, লোধাশুলি, শালবনি, দুধকুণ্ডি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে।

Developed by