Breaking
28 Dec 2024, Sat

তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর মনোনয়নের মহামিছিলে ভাসল ঝাড়গ্রাম শহর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর মনোনয়নের মহামিছিলে ভাসল ঝাড়গ্রাম শহর। এদিন শহরের হিন্দু মিশন মাঠ থেকে তৃণমূলের মিছিল শুরু হয়। ধমসা-মাদল বাজিয়ে তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থকেরা এদিন উপস্থিত হন।

Developed by