Breaking
24 Dec 2024, Tue

প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়ে সাসপেন্ড হলেন জেনারেল অবজার্ভার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়ে সাসপেন্ড হলেন জেনারেল অবজার্ভার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুরে।

১৯৯৬ ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইএএস অফিসার মহম্মদ মহসিন জেনারেল অবজার্ভারের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার ওড়িশার সম্বলপুরে তাঁরই নির্দেশে তল্লাশি চালানো হয় প্রধানমন্ত্রীর চপারে। নির্বাচন কমিশনের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করায়, তাঁকে সাসপেন্ড করা হল বলে কমিশন সূত্রে খবর। অভিযোগ, ওড়িশার সম্বলপুরে হেলিকপ্টারে আচমকা তল্লাশির কারণে প্রায় ১৫ মিনিট আটকে থাকতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে মঙ্গলবার শুধু প্রধানমন্ত্রীই নয়, রউরকেল্লায় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং সম্বলপুরেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কপ্টারেও একইভাবে তল্লাশি চালানো হয়েছে।

সম্বলপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপারে তল্লাশি চালিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করেছেন সংশ্লিষ্ট আধিকারিক। কমিশন সূত্রের খবর, এসপিজি মোতায়েন থাকলে তল্লাশি চালানো যায় না। তবে ঠিক কী কারণে এসপিজিকে তল্লাশির আওতার বাইরে রাখা হয়েছে, তা বিস্তারিত জানায়নি কমিশন।

সৌজন্যে : The Bengal Story

Developed by