Breaking
25 Dec 2024, Wed

ভোটকেন্দ্রে যাওয়ার পথে মাওবাদীদের গুলিতে খুন মহিলা পোলিং অফিসার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সপ্তদশ লোকসভা দ্বিতীয় দফার নির্বাচন শুরু হওয়ার কথা বৃহস্পতিবার৷ কিন্তু তার আগের রাতে ওডিশাতে ৫টি আসনেও নির্বাচন হবে, চলছে জোরকদমে প্রস্তুতি৷ সেই সময় পোলিং অফিসাররা পৌঁছে যাচ্ছেন নির্দিষ্ট বুথ কেন্দ্র গুলিতে৷ কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর অঘটন৷ বুথে যাওয়ার পথে এক মহিলা পোলিং অফিসারকে গুলি করে খুন করল মাওবাদীরা৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ওডিশার কান্ধামাল জেলায়৷

রিপোর্ট অনুসারে জানা গেছে, ওই মহিলা পোলিং অফিসারের নাম সংযুক্তা ডিগল৷ একটি গাড়িতে করে চারজন পোলিং অফিসার নির্দিষ্ট পোলিং বুথে যাচ্ছিলেন৷ ওই গাড়িতে ছিলেন সংযুক্তাও৷ সেই সময় আচমকাই একটি গাড়ির সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গাড়ির বাইরে ছিটকে পড়েন সকলে৷ সেখানেই থেমে থাকে নি গোটা বিষয়টি। রাস্তায় ছিটকে পড়তেই ঘন জঙ্গলের ভিতর থেকে ছুটে আসে গুলির বুলেট৷ তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারলেও সংযুক্তা পালাতে পারেননি৷ তাঁর মাথায় গুলি লাগে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

Developed by