Breaking
2 Nov 2024, Sat

রাজ্যে দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু, ১৯৪ কোম্পানি কেন্দ্রী বাহিনী মোতায়েন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রীতিমতো কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয়ে গেল দেশের সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও আজ তিন কেন্দ্র দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট। প্রথম দফায় অর্ধেকের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিল বিরোধীরা। দ্বিতীয় দফায় তা অনেকটাই পূরণ করল নির্বাচন কমিশন। তিন কেন্দ্রে এবার ১৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল তারা।

১১ এপ্রিল হয়ে গেছে প্রথম দফার ভোট। ওই দিন ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। ভোট পড়ে ৬৯.৪৩শতাংশ। আজ দেশের ১১টি রাজ্যের ৯৫টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের আছে ৩টি কেন্দ্র দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ।এছাড়াও আসামের ৫টি, বিহারে ৫টি, ছত্তিশগড়ে ৩টি, জম্মু ও কাশ্মীরে ২টি, কর্ণাটকায় ১৪টি, মহারাষ্ট্রে ১০টি, মণিপুরে ১টি, উড়িষ্যায় ৫টি, তামিলনাড়ুতে ৩৮টি এবং উত্তরপ্রদেশে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

Developed by