Breaking
14 Jan 2025, Tue

ঝাড়গ্রাম লোকসভায় সিপিএম কি দ্বিতীয় স্থানে ? বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুর মন্তব্যে জল্পনা !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম মনোনয়ন জমা দেন। বিকেলে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সামনে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন,’ গত পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট দিতে পারেননি এবার তারা ভোট দেবেন এবং ভোট দিলে কি হবে এবার তৃণমূল ভাল করে বুঝতে পারবে কড়ায় গন্ডাই হিসেব পাওয়ার জন্য তৃণমূল প্রস্তুত থাকুক। ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূল তৃতীয় স্হানে নেমে যেতে পারে এরকম আমাদের মনে হয়েছে। আজ যে রকম আমাদের মিছিল হয়েছে তা ঐতিহাসিক। শাসকদল তৃণমূল কিভাবে তৃতীয় স্থানে নামবে ? তার উত্তরে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,’মানুষ আর তৃণমূলকে পছন্দ করছে না। তাদের দুর দুর করে তাড়িয়ে দিচ্ছে। আমরা প্রথম স্থানে থাকব আর সিপিএম দ্বিতীয় এবং তৃণমূল তৃতীয় স্থানে থাকবে। নাহলে কে দ্বিতীয় কে তৃতীয় স্থানে থাকবে তা নিয়ে সিপিএম-তৃণমূল ঠিক করুক।’

Developed by