Breaking
9 Jan 2025, Thu

বুথে গিয়ে ভোট দেওয়ার রীতি-নীতি শিখলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ কর্তারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুথে গিয়ে ভোট দেওয়ার ‘সৌভাগ্য’ হয়নি তাঁদের! ভোট দিয়েছেন কেবলমাত্র ‘পোস্টাল ব্যালটে’। দেশের সাধারণ মানুষজন যখন গণতন্ত্রের বড় উৎসবে যোগ দিতে বুথে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দেন, তখন তাঁরা কেবলই দর্শক! মানুষজনের ভোটকে সুরক্ষা দিতেই বেশি ব্যস্ত থাকেন তাঁরা। আর নির্বাচনে আইন-শৃঙ্খলা সামাল দিতেই কালঘাম ছুটে যায় তাঁদের। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সামনে ডিউটির ফাঁকে স্থায়ী ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের মহড়া কেন্দ্রে ‘ভোট’ দিলেন তাঁরা। তাঁরা হলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের কর্তারা। ইভিএম মেশিনে কেমন ভোট দিতে হয় এবং নতুন ভিভিপ্যাট মেশিনে কাকে ভোট দেওয়া হয়েছে তা দেখতে পাওয়া যায় তা হাতে-কলমে শিখলেন জেলা পুলিশের কর্তারা। মঙ্গলবার ডিউটির শেষলগ্নে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো কর্তব্যরত দুই ডিএসপি এবং এক এসডিপিওকে জিজ্ঞাসা করেন আপনারা বুথে গিয়ে ভোট দিয়েছেন? উত্তর আসে ‘না’। তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার বলেন,‘ভোট দিয়েছি শুধুমাত্র পোস্টাল ব্যালটে! বুথে গিয়ে ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি।’ যদিও পাশে দাঁড়িয়ে থাকা জেলার ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মণ্ডল পুলিশ সুপারকে জানালেন,‘বুথে গিয়ে ভোট দেওয়ার অভিজ্ঞতা আমার আছে।’ তারপরেই সকলকে সঙ্গে নিয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে স্থায়ী ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের মহড়া কেন্দ্রে ‘ভোট’ দেওয়ার নিয়ম-কানুন শিখলেন তাঁরা। পুলিশের কর্তাদেরকে হাতে-কলমে ভোট দেওয়ার রীতি-নীতি শেখালেন সত্যজিৎ বারিক। সত্যজিৎ বারিক বলেন,‘পুলিশের কর্তারা এসে ইভিএম এবং নতুন ভিভিপ্যাট মেশিনে কিভাবে ভোট দিতে হয়, তাঁর রীতি-নীতি গুলি দেখলেন। এমনকি উনাদের দু’জন আধিকারিক মহড়া কেন্দ্রে ভোটও দিয়ে গিয়েছেন।’ ঝা়ডগ্রাম জেলার দুই ডিএসপি পারভেজ সরফরাজ ও ভবেন্দ্রনাথ মল্লিক মহড়া কেন্দ্রে ‘ভোট’ও দিয়েছেন।

Developed by