Breaking
1 Jan 2025, Wed

গোলাপ ফুল দিয়ে মিষ্টিমুখ করিয়ে নববর্ষ পালন পশ্চিম মেদিনীপুর তৃণমূল ছাত্র পরিষদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- হাতে গোলাপ ফুল আর মুখে মিষ্টি দিয়ে নববর্ষ পালন করল পশ্চিম মেদিনীপুর তৃণমূল ছাত্র পরিষদ। এদিন সকালে শহরের কলেজ স্কোয়ারের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে সংগঠনের ছাত্রযুবরা পদযাত্রা করে সাধারণ পথচলতি মানুষদের হাতে গোলাপ ফুল দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান। দলের মূল সংগঠন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান, সুখ, দুঃখ, ভালো, মন্দ সব কিছু ভুলে আজকের দিনটিকে আমরা শুধুমাত্র নববর্ষ হিসেবেই পালন করছি। তাই আমাদের ছাত্র সংগঠনের ছেলে মেয়েরা এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে রাস্তায় নেমে সর্ব সাধারণকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে। যা হয়তো মেদিনীপুরের ইতিহাসে প্রথম।

Developed by