Breaking
5 Jan 2025, Sun

রাম নবমীতে শোভাযাত্রা ও মিছিল ভারতী ঘোষের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রবিবার রামনবমী উপলক্ষে শোভাযাত্রা ও মিছিল করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ । এদিন তিনি মাদপুর বাজার থেকে কয়েকশো দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মাদপুর সংলগ্ন প্রতিটি গ্রামে মিছিল করে ঘোরেন । শোভাযাত্রা ও মিছিল শুরুর আগে মাদপুর বাজারে একটি পথসভায় বক্তব্য রাখেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। কিভাবে দুর্গা অসুরদের ধ্বংস করেছিলেন এবং রামচন্দ্র সেই দুর্গাদেবীর আরাধনা করেছিলেন এ দিনের পথসভায় তিনি তা সকলের সামনে বর্ণনা করেন। এদিনের শোভাযাত্রা ও মিছিলে ভারতী ঘোষের সঙ্গে মাদপুর মণ্ডল কমিটির সভাপতি ছাড়াও ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য ও রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায় ।

Developed by