Breaking
7 Jan 2025, Tue

ঝাড়গ্রাম ব্লকের জামিরা গ্রামে আদিবাসী প্রথায় বরণ তৃণমূল প্রার্থী বীরবাহকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম ব্লকের জামিরা গ্রামে আদিবাসী প্রথায় বরণ তৃণমূল প্রার্থী বীরবাহ সরেন টুডুকে। এদিন বিধায়ক চূড়ামনি মাহাতোর সঙ্গে প্রচারে যাওয়ার সময় স্থানীয় আদিবাসী মহিলারা বরণ ডালা নিয়ে স্বাগত জানায় বীরবাহাকে। তাঁর সঙ্গে উপস্থিত তৃণমূল নেতা-নেত্রীদের বরণ করে নেওয়া হয়।

Developed by