Breaking
8 Jan 2025, Wed

গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে রাম নবমীর দীর্ঘ শোভাযাত্রা হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের সুমিত্রাপুরে রাম নবমীর শোভাযাত্রা বের হয়। জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয় রাস্তা। রাম নবমী উপলক্ষে একটি রথ বের করা হয়। সেখানে রামের মূর্তি রাখা হয়। সুমিত্রাপুর থেকে আশুই পর্যন্ত এই শোভাযাত্রায় সাধারণ মানুষ অংশগ্রহণ করে ছিলেন। চার কিলোমিটার রাস্তা পরিক্রমা করে ওই শোভাযাত্রা।

ছবি ও তথ্য : অস্মিতা বিশ্বাস

Developed by