Breaking
8 Jan 2025, Wed

গলায় দড়ি দিয়ে আত্মহত্যা তৃণমূল নেতার স্ত্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ১২ এপ্রিল ফেসবুকে পোস্ট “The End” তারপর গতকাল মধ্যরাতে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা তৃণমূল নেতার স্ত্রী।মৃতার নাম তৃপ্তি চ্যাটার্জী(৩৮)।জানা গিয়ে প্রতিদিনের মত গত রাতে তার স্বামী প্রাক্তন বেলদা ২ অঞ্চলের উপপ্রধান সুমিত চ্যাটার্জীর সাথে কথা কাটাকাটি হয়।তারপর তৃপ্তি চ্যাটার্জী রাত তিনটে নাগাদ গলায় দড়ি নিয়ে নিজের ঘরে আত্মহত্যা করে।বেলদা গ্রামীন হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।বেলদা থ‍ানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Developed by